কীভাবে ব্যবহার করবেন ইনহেলার?

হাপানী / এজমা অথবা সিওপিডি চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইনহেলার ব্যবহার।

শ্বাসকষ্ট বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে আনার জন্য ইনহেলার প্রয়োজন হয়। যাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের তীব্রতা বা স্থায়িত্ব বেশি হয় তাদের ক্ষেত্রে নিয়মিত এক বা একাধিক বার এক ধরণের বা একাধিক ধরণের ইনহেলার ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।

বাজারে এখন বিভিন্ন ধরণের ইনহেলার পাওয়া যায়। তাদের ব্যবহার পদ্ধতিতে কিছুটা ভিন্নতা আছে।

 

মিটার ডোজ ইনহেলার