ইনহেলার ব্যবহারের সর্বোচ্চ উপকারিতা পাবার জন্য যথাযথ ভাবে ব্যবহার করা জরুরি।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত ইনহেলার ক্রয় বা সংগ্রহ করুন।
প্রথম ব্যবহারের পূর্বে ইনহেলার পরীক্ষা করে নিতে হবে। ব্যবহারে পাচ দিন বা বেশি বিরতি হলে আবার পরীক্ষা করে নিতে হবে।
পরীক্ষা করার জন্য ইনহেলার এর মুখ বা ক্যাপ খুলুন। অতঃপর ইনহেলার টিকে ভালো করে ঝাকুন। ভালো করে ঝাকার পরে এক বা একাধিক বার ইনহেলারে চাপ দিন – প্রতিবার চাপ কে পাফ (Puff) বলা হয়। ব্যবহারের পূর্বে ইনহেলার পরীক্ষা করার জন্য কয় চাপ / পাফ দিতে হবে তা ইনহেলার প্যাকেটের ভেতরে থাকা প্রস্তুতকারকের নির্দেশনা দেখে নিতে হবে। পরীক্ষা করার জন্য দেয়া চাপ বা পাফ গুলো বাইরে দিতে হবে – অর্থাৎ এগুলো মুখে বা স্বাসে ব্যবহারের জন্য নয়।
পরীক্ষা করা হয়ে গেলে ইনহেলার এখন রোগ নিরাময়ের জন্য ব্যবহারের তৈরি হল।
তবে ব্যবহারের পূর্বে দেখে নিতে হবে ইনহেলার এর মুখ পরিষ্কার আছে কিনা, ইনহেলারের মুখের ভেতরে কোন কিছু থাকলে সেটা পরিষ্কার করে নিতে হবে, প্রয়োজনে শুকনো টিস্যু বা কটন সোয়াব দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
ব্যবহারের আগে লম্বা করে শ্বাস ছেড়ে নিন, ফুসফুস যতটুকু সম্ভব খালি করে নিন। অতঃপর ইনহেলার টি ভালো করে ঝাকিয়ে ইনহেলার এর মুখ (Mouthpiece) নিজের মুখের ভেতরে নিন এমনভাবে যে মুখ অ ইনহেলার এর মাঝে কোন ফাকা স্থান না থাকে। ফাকা স্থান থাকলে তার মাঝ দিয়ে ইনহেলার এর ঔষধ বের হয়ে যেতে পারে।
অতঃপর মুখের ভেতরে রেখে ইনহেলার কে রেখে ধীরে ধীরে শ্বাস নেয়া শুরু করুন এবং একই সাথে ইনহেলারে এক বার চাপ দিয়ে এক পাফ নিন। ধীরে ধীরে যত গভীর ভাবে সম্ভব শ্বাস নিন এবং ধরে রাখুন। কমপক্ষে দশ সেকেন্ড শ্বাস ধরে রাখুন এবং সম্ভব হলে আরো লম্বা সময় ধরে রাখুন। অতঃপর, শ্বাস ছেড়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।
যদি চিকিৎকের নির্দেশনায় দ্বিতীয় পাফ / চাপ ব্যবহারের উপদেশ থাকে তবে ৩০ সেকেন্ড বা ১ মিনিট পরে পুনরায় উপরের নিয়মে আরেক চাপ গ্রহণ করুন।
স্টেরয়েড ঔষধ সম্বলিত ইনহেলার ব্যবহারের পরে পানি দিয়ে গড় গড়া করে কুলি করুন যাতে পার্শ প্রতিক্রিয়া কম হয়। সাধারণত চিকিৎসকের ব্যবস্থাপনা পত্রে অথবা ইনহেলার এর প্যাকেটে প্রস্তুতকারকের নির্দেশনায় এই নির্দেশনা উল্লেখ করা থাকবে।
মিটার ডোজ ইনহেলার ব্যবহার এর বিষয়ে উল্লেখযোগ্য আরো কিছু রিসোর্সঃ
How to Use an Inhaler (Wikihow)
How to Use a Metered-Dose Inhaler (NIH)
Metered-Dose Inhaler (Cleveland Clinic)